Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

কেন্দ্রীয় প্রকৌশল সুবিধাদি (সিইএফ)

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৮৯২৮৮
ই-মেইল: 

google-maps-abogados

সূচনা :

১. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটিজ (সিইএফ) প্রধানত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রকৌশল কর্মকাণ্ড সম্পাদন করে থাকে।

২. কেন্দ্রীয় প্রকৌশল ফ্যাসিলিটিজ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কারিগরী সেবা প্রদান, উন্নয়নমূলক কাজ সম্পাদন ও চাহিদা অনুযায়ী কারিগরি কাজের নক্সা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করে থাকে।

লক্ষ্য ও উদ্দেশ্য :

১.এইআরই এর বিভিন্ন ইনস্টিটিউটকে কারিগরী সহযোগিতা প্রদান করা যেমন গবেষণায় ব্যবহৃত রিএক্টর, আইসোটোপ প্রস্তুতকারক পরীক্ষাগার এবং এদের সাথে সম্পর্কিত সকল প্রকার যন্ত্রাংশের তড়িৎ এবং যান্ত্রিক সুবিধাদি প্রদান করে এমনকি বিভিন্ন কাজে মেশিনিং এবং ওয়েল্ডিং করা।

২. প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরী সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে পদক্ষেপ গ্রহণ।

৩. গবেষণা কাজের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিশেষ কোন যন্ত্রের নক্সা প্রণয়ন, তৈরি বা উন্নয়ন।

৪.এইআরই এর বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষণ এবং কারিগরী সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে পদক্ষেপ গ্রহণ।

রুটিন মাফিক কাজ :

১. এইআরই অফিস ক্যাম্পাসে ৪০০x১৫০ মি.মি. গভীর নলকূপ স্থাপন, পরীক্ষণ এবং কার্যকরীকরণ।

২. গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ সম্পর্কিত সুবিধাদি ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ ও বিভিন্ন পূর্ত কাজ সম্পাদন।

৩. বিভিন্ন গবেষণাগারে গবেষণার কাজে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণাদির নকশা প্রণয়ন ও উৎপাদন।

৪. বিভিন্ন ইনস্টিটিউটের গবেষণাগারসমূহে ভেনেটিয়ান ব্লাইন্ড স্থাপন।

৫. বৈদ্যুতিক সাবস্টেশন, পাম্প্‌ চালনা এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সম্পর্কিত যাবতীয় সুবিধাদির সঠিক ব্যবস্থাপনা ও রক্ষনাবেক্ষণ।

৬.এইআরই এর বিভিন্ন ইনস্টিটিউটের এসি প্লান্ট এবং এ সম্পর্কিত যন্ত্রাদির স্থাপন ও মেরামতের কাজ করা।

৭.এইআরই এর প্রয়োজনীয় কাঠের কাজ সম্পাদন।

৮.রক্ষণাবেক্ষন ও মেরামতের কাজে প্রয়োজনীয় দ্রব্যাদি, যন্ত্রাদি যোগানের নিমিত্তে দরপত্র প্রণয়ন কাজ সম্পাদন।

বিশেষ অর্জন :

১. রিএক্টর হলের ভেনটিলেশন, যন্ত্রপাতি, পরিমাপন এবং নিয়ন্ত্রন এর নক্সাকরণ, স্থাপন এবং কার্যকরীকরণ।

২. ডিকে ট্যাংক মেরামত বা পরিবর্তনের সম্ভাব্যতা যাচাইকরণ।

৩. তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন বিভাগের wU.wm-99m প্লান্ট স্থাপনে সহায়তা এবং কার্যকরীকরণে দিক নির্দেশনা প্রদান।

৪. কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক বালি আহরণ কেন্দ্র, বিএমআরই এর কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান।

৫. গবেষণায় প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি তৈরি যথা রিএক্টরের বীম পোর্টের প্লাগ অপসারণ ডিভাইস, লেড শিল্ডিং, লোহার টেবিল, র‌্যাক, দরজা, গ্রীল ইত্যাদি।

৬. পানি সরবরাহের পাম্প, আইসোটোপ উৎপাদন বিভাগের কুলিং টাওয়ার, এগজস্ট ব্লোয়ার, অডিটরিয়ামের এসি প্লান্ট,      বিভিন্ন ইনস্টিটিউটের ফ্রিজ, ডিহিউমিডিফায়ার, এসি, ব্লোয়ার ইত্যাদি রক্ষণাবেক্ষন ও মেরামত।

৭. জুটিন পণ্যের মোল্ডিং এবং ফিনিশিং-এ কারিগরী সহযোগিতা প্রদান।

৮. বরিশাল এবং রংপুর এর নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের কারিগরী সহযোগিতা প্রদান।

৯. এইআরই এর বিভিন্ন স্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন (গ্যাস ও ডিজেল) এর অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইকরণ।

অতিরিক্ত দায়িত্ব :

১. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের হেড অফিস এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে সৌর শক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়ন শীর্ষক কর্মসূচির অধীনে তিনটি সৌর বিদ্যুৎ উৎপাদন প্লান্টের স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। যাদের উৎপাদন ক্ষমতা যথাক্রমে: ১৭.৫ কিলোওয়াট, ৫ কিলোওয়াট ও ৫ কিলোওয়াট। এছাড়া হেড অফিস ও পরমাণু শক্তি কেন্দ্রে ১টি করে ২.২ অশ্বশক্তি সম্পন্ন দুইটি সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের সৌর বিদ্যুতায়ন ছাড়াও অন্যতম উদ্দেশ্য হলো একটি আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্প খরচে অধিক দক্ষতা সম্পন্ন সৌর কোষ উৎপাদন ও উন্নয়ন । এই গবেষণাগার থেকে আমদানিকৃত কাঁচামাল হতে POCl3 গ্যাস ডিফিউশন পদ্ধতিতে সৌর কোষ উৎপাদন করা হবে।    

২. স্নাতক, ডিপ্লোমা এবং কারিগরী শিক্ষার্থীদের শিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।